সরলতার সুযোগ নিয়ে রিয়াকে ফাঁসানো হয়েছে, ক্ষুব্ধ আলিয়ার মা সোনি রাজদান
মুম্বই: বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর শিরোনামে উঠে আসেন তিনি। মাদক যোগে নামও জড়িয়েছে তাঁর। এবার সেই রিয়া চক্রবর্তীর পাশে দাঁড়ালেন আলিয়া ভট্টর মা। অভিনেত্রীর জীবন সংবাদমাধ্যম নষ্ট করে দিয়েছে বলে ক্ষোভ উগরে দিয়েছেন গয়না ডিজাইনার ফারহা খান আলি-ও।
আলিয়া ভট্টের মা সোনি রাজদান বলেন, রিয়ার সিনে জগতে