Border Gavaskar Trophy:রাহানেদের সাফল্যে অভিনন্দন মরিসনের, ভারত-অস্ট্রেলিয়া মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী, বাইরে পোক্ত সঙ্গী, পাল্টা ট্যুইট মোদির
নয়াদিল্লি: ব্রিসবেনের মাঠে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে বর্ডার-গাওস্কর ট্রফি জিতে অজিঙ্কা রাহানের দল এখন ভারতবাসীর নয়নের মণি। ১১ জনের কৃতিত্বে আনন্দে উদ্বেল গোটা ভারত, যার রেশ ছুঁয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো সদাব্যস্ত মানুষকেও। গতকালই তিনি প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, তিনিও বাঁধভাঙা আনন্দে সামিল দেশবাসীর সঙ্গে। টিম পেইনের দল ঘরের মাঠে