Republic Day 2021: ঐতিহাসিক প্রথম, প্রজাতন্ত্র দিবসে গর্জাবে রাফাল, ফাইটার প্লেন ওড়াবেন মহিলা পাইলট
<strong>নয়াদিল্লি</strong>: অন্তর্ভুক্তি শুরু হয়ে গিয়েছিল গত বছর সেপ্টেম্বর থেকেই, এবার সরকারিভাবে আত্মপ্রকাশ। ভারতের হাতে আসা অত্যাধুনিক ফাইটার বিমান রাফাল আত্মপ্রকাশ করবে আগামী প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। বিশেষ দিনটিতে আরও একটি ঐতিহাসিক প্রথমের সাক্ষী হতে চলেছে ভারত। সেদিনই প্রথম মহিলা ফাইটার পাইলট হিসেবে ভারতীয় বায়ুসেনার প্যারেডে অংশ নেবেন ফ্লাইট লেফটেন্যান্ট ভাবনা কান্থ।
ভারতীয়