সৌরভের পর স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, আগামিকাল অ্যাঞ্জিওপ্লাস্টি হবে সিএবি সচিবের
<p style=”text-align: justify;”><strong>কলকাতা:</strong> সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর, এবার তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েরও হবে অ্যাঞ্জিওপ্লাস্টি। আগামিকাল, শুক্রবার অ্যাপোলো হাসপাতালে হবে অস্ত্রোপচার। গত ১২ জানুয়ারি উডল্যান্ডস হাসপাতালে স্নেহাশীসের সিটি অ্যাঞ্জিওগ্রাম করা হয়। তখনই ধমনীতে ব্লকেজ ধরা পড়ে। এরপরই অ্যাঞ্জিওপ্লাস্টির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, উডল্যান্ডস নয়, স্নেহাশিসের অস্ত্রোপচার হবে অ্যাপোলো হাসপাতালে।</p>
<p style=”text-align: justify;”>সৌরভের