জন্মদিনে প্রকাশ্যে নীল তৃণার বাগদানের ভিডিও
<strong>কলকাতা:</strong> রূপকথার মত প্রেম, আর খুশিতে মোড়া বাগদানের অনুষ্ঠান। জন্মদিনে এনগেজমেন্ট অনুষ্ঠানের এক্সক্লুসিভ ভিডিও শেয়ার করলেন তৃণা সাহা। কখনও গোলাপি আবার কখনও গাঢ় নীল, বলি নায়িকাদের সঙ্গে পাল্লা নাচ করতে দেখা গেল তৃণাকে। শুধুকে তৃণা, তাঁকে কড়া টক্কর দিলেন সেই সন্ধের নায়ক নীল ভট্টাচার্যও।
২০২০ সালেই নিজেদের সম্পর্ককে পরিণতি দেওয়ার কথা