Varun Natasha Wedding: রাত পোহালেই বরুণ-নাতাশার বিয়ে, জোরকদমে চলছে প্রস্তুতি
<strong>মুম্বই</strong>: রাত পোহালেই বিয়ে করতে চলেছেন বলিউড তারকা বরুণ ধবন। কাল মহারাষ্ট্রের আলিবাগে দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন বরুণ। তাঁর বিয়ের প্রস্তুতি চলছে জোরকদমে। সঙ্গীত অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই আলিবাগে পৌঁছে গিয়েছেন বরুণ। আজ সাদা টি-শার্ট ও নীল জিন্স পরা এই বলিউড তারকাকে গাড়ি থেকে নামতে দেখা