মিটল সংগীত ও মেহেন্দি পর্ব, আজই বিয়ের পিঁড়িতে বসছেন বরুণ-নাতাশা
মুম্বই: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। আজই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল। মুম্বই থেকে ১০০ কিলোমিটার দূরে আলিবাগে বসছে বিয়ের আসর। চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। আলিবাগে দ্য ম্যানসন হাউসে আজ সকালে পৌঁছে যান দুই পণ্ডিত।
নাতাশা এবং বরুণ দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন। ২০২০ তে বিয়ের গুজব