Netaji: 'নেতাজিকে খুন করেছে কংগ্রেস', জনসভায় সরব সাক্ষী মহারাজ, একসুরে আক্রমণ অধীর-ফিরহাদের
নেতাজিকে হত্যা করেছে কংগ্রেস। উত্তর প্রদেশের জনসভায় বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদ সাক্ষী মহারাজের। এই নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। ইতিহাস বিকৃত করার চেষ্টা বিজেপির। সরব লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা অধীর চৌধুরীর। নেতাজি সম্বন্ধে কিছু জানে না। এরা বিভাজনের কথা বলে। কটাক্ষের সুরে মন্তব্য ফিরহাদের।