Republic Day 2021 লিঙ্গসাম্যের ইতিহাস সৃষ্টির পথে দেশ, প্রজাতন্ত্র দিবসে ফ্লাইপাস্ট প্যারেডের নেতৃত্বে মহিলা পাইলট স্বাতী রাঠোর
নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবস নিয়ে তুঙ্গে ব্যস্ততা। রাজধানীতে শুরু হয়ে গিয়েছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। নানা দেশের নিমন্ত্রিত রাষ্ট্রনায়কদের সামনে কুচকাওয়াজে অংশ নেবে দেশের সেনাবাহিনী। রাজধানীর আকাশে উড়বে বায়ুসেনার বিমান। আর এই অনুষ্ঠানে এবার দেখা যাবে বিশেষ চমক। ফ্লাইপাস্ট প্যারেডের নেতৃত্ব দেবেন একজন মহিলা পাইলট। যা দেশের মধ্যে প্রথম। এই প্যারেডের