Varun – Natasha Wedding First Photo: বরুণ-নাতাশার বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় প্রথম ছবি পোস্ট
<strong>মুম্বই</strong>: আজই সন্ধেবেলা ছোটবেলার বান্ধবী নাতাশা দালালের সঙ্গে বিয়ে হয়েছে বলিউড তারকা বরুণ ধবনের। এরপর সোশ্যাল মিডিয়ায় বিয়ের প্রথম ছবি পোস্ট করলেন বরুণ। মুহূর্তে ভাইরাল সেই ছবি। লাইকের সংখ্যা ইতিমধ্যেই প্রায় সাড়ে চার লক্ষে পৌঁছে গিয়েছে। সবাই নবদম্পতিকে ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।
আজ মহারাষ্ট্রের আলিবাগে একটি বিচ রিসর্টে বরুণ ও