Indo-China Conflict: ফের ভারত-চিন সংঘাত, সিকিমের নাকু লায় দু'দেশের সেনার হাতাহাতিতে জখম কয়েকজন চিনা সৈন্য
এবার সিকিম সীমান্তে ‘হাতাহাতি’। সূত্রের খবর, ভারত ও চিনা সেনার মধ্যে হাতাহাতি হয়। উত্তর সিকিমের নাকু লা এলাকার ঘটনা। সূত্রের খবর অনুযায়ী, তিন দিন আগে এই সংঘর্ষ হয়। বেশ কয়েকজন চিনা জওয়ান আহত হয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। গত বছর ৯ মে নাকু লা-তেই দেখা দিয়েছিল উত্তেজনা।