সবে হয়েছে অ্যাঞ্জিপ্লাস্টি, হাসপাতালেই চিকিৎসকদের সঙ্গে নাচলেন রিমো ডিসুজা
মুম্বই: তাঁর রক্তে মিশে আছে নাচ। তাঁর সামনে কোনও প্রতিকূলতাই বাধা হয়ে দাঁড়াতে পারে না। প্রমাণ করলেন কোরিওগ্রাফার রিমো ডিসুজা। অ্যাঞ্জিপ্লাস্টির পর চিকিৎসকদের সঙ্গে নাচের ছন্দে মেতে উঠলেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার তথা পরিচালক।
গত বছর ১১ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হন রিমো। তৎক্ষণাত তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের হাসপাতালে। কপালে চিন্তার