26 January Celebrations: লকডাউনে বাবাকে পিছনে বসিয়ে সাইকেলে ১২০০ কিমি পথ পেরনো ‘সাইকেল গার্ল’কে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার
<p style=”font-weight: 400;”>নয়াদিল্লি: লকডাউনে গুরুগ্রামে আটকে পড়েছিলেন তার বাবা। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। গুরুগ্রাম থেকে বাবাকে নিয়ে বিহারে গ্রামের বাড়িতে ফেরে ১৬ বছরের কিশোরী। সাইকেল গার্ল জ্যোতি কুমারীকে এবার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার দেওয়া হল।</p>
<p style=”font-weight: 400;”>সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটারে লেখেন, বিহারের দ্বারভাঙার বাসিন্দা মেয়েটি বাল পুরস্কার পেয়েছে। তার