Aligarh DM: আমার শ্বশুরবাড়ির লোকেরা ঢুকবে কী করে! রাস্তা সারিয়ে দিন, আলিগড়ের জেলাশাসকের কাছে হাজির হবু কনে
<strong>নয়াদিল্লি:</strong> সাক্ষাৎপ্রার্থীর আর্জি শুনে চমকে গিয়েছিলেন চন্দ্রভূষণ সিংহ। কী জবাব দেবেন! বেশ কিছুক্ষণ ধরে ভাবনাচিন্তার পর রীতিমতো ঢোঁক গিলতে হল তাঁকে।
আলিগড়ের জেলাশাসক চন্দ্রভূষণ সিংহ ওরফে সি বি সিংহ। নিজের দফতরেই কাজে মগ্ন ছিলেন। তখনই একজন সাক্ষাতের অনুরোধ নিয়ে হাজির হন। কিছুক্ষণ অপেক্ষা করার পর করিশ্মা কুমারী নামের ওই তরুণীকে দফতরে ডেকে নেন