Republic Day 2021: গালওয়ানে শহীদ সন্তোষ বাবুকে মরণোত্তর মহাবীর চক্র
নয়াদিল্লি: গালওয়ান সীমান্তে দাঁড়িয়ে দেশকে রক্ষা করার সময় শহীদ হয়েছিলেন বীর সেনা সন্তোষ বাবু। সেই প্রাণ বিসর্জনকে স্মরণ করে মরণোত্তর মহাবীর চক্রে সম্মানিত করা হবে। শুধু সন্তোষ বাবুকেই নয়, সম্মান জানানো হবে, আরও ১৯ জন সেনাকে। চিনের আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে গিয়ে প্রাণ বলি দিয়েছিসেন প্রত্যেকেই। পরমবীর চক্র, মহাবীর