ছোটবেলায় ভাবতেন গায়ের রং 'কালো' হলেই সে সুন্দর নয়, কেন ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করা ছেড়ে দিলেন প্রিয়ঙ্কা
<strong>নয়াদিল্লি: </strong>ছোটবেলা তাঁর বিশ্বাস ছিল, গায়ের রং ‘কালো’ হলেই কেউ সুন্দর হয় না। তিনি নিজে শ্যামবর্ণা ছিলেন বলে পরিবারের লোকেরা ডাকতেন ‘কালী’ বলে। পরে অবশ্য ভুল ভাঙে প্রিয়ঙ্কা চোপড়ার। এমনকী, ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করাও ছেড়ে দেন। ত্বক ফর্সা করার ক্রিমের বিজ্ঞাপন করাকে নিজের অন্যতম ভুল সিদ্ধান্ত বলে মনে করেন অভিনেত্রী