feluda pherot: 'পরবর্তী ফেলুদা তুমি' শুনেই কী মনে হয়েছিল Tota Roy Choudhury র, দেখুন Exclusive Interview
‘ফেলুদা ফেরত’-এ ফেলুদার চরিত্রে সবার মন জিতে নিয়েছেন টোটা রায়চৌধুরী। সাফল্যের স্বাদে তিনি খুশি। ফেলুদার চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা থেকে বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি, নানা বিষয় নিয়ে মনের কথা অকপটে জানালেন টোটা।