Bombay High Court Update: ধস্তাধস্তি ছাড়া একইসঙ্গে নির্যাতিতার মুখ চেপে, জামাকাপড় খুলে, খুলিয়ে ধর্ষণ করতে পারে না কোনও ছেলে, রায় বম্বে হাইকোর্টের
মুম্বই: সম্প্রতি শ্লীলতহানি, যৌন নিগ্রহ সংক্রান্ত পরপর দুটি আলোড়ন ফেলা রায় ঘোষণার পর আরও এক উল্লেখযোগ্য রায় দিল বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ যা আগের দুটির মতোই প্রশ্নের ঝড় তুলতে পারে। আজকের রায়টিও ঘোষণা করেছেন সেই বিচারপতি পুষ্পা গানেডিওয়ালা। ২৬ বছরের একটি ছেলের ধর্ষণ মামলায় দোষী ঘোষিত হয়ে কারাবাসের সাজা