ব্লগ: মহাত্মা গাঁধীর ঘাতকদের স্মৃতিতে
গাঁধীর ঘাতকরা যেন আজ গোটা ভারতজুড়ে ছড়িয়ে। দেশের সর্বোচ্চ সব অফিস থেকে সমস্ত আইন প্রণেতাদের অফিস। ভারতের সব শহরের অলি-গলি হোক বা মধ্যবিত্তের ঘরে-ঘরে। ভারতের বিভাজনের জন্য গাঁধীই দায়ী, মুসলমানদের তোষণ করতেন তিনি এই ভাবনাগুলে যারা পোষণ করেন, তাদের সবাই যেন গাঁধীর অহিংস ভাবমূর্তিকে হত্যা করেছেন।
হ্যাঁ, আজকের দিনটা বিশেষ।