যোগীর রোষে? ‘অপরাধী’ ঘোষিত ডঃ কাফিল খান, চলবে নজরদারি
গোরক্ষপুর: উত্তরপ্রদেশে ক্ষমতাসীন যোগী আদিত্যনাথ সরকারের সঙ্গে শিশুরোগ বিশেষজ্ঞ ডঃ কাফিল খানের বিরোধ সর্বজনবিদিত। কাফিল নানা ইস্যুতে ক্ষমতাসীন সরকার ও গেরুয়া শিবিরের বিরোধিতা করেছেন প্রকাশ্যেই। এবার তাঁকে বরাবরের অপরাধীর তালিকায় ঢোকাল রাজ্য প্রশাসন। উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় অপরাধের ইতিহাস আছে, এমন মোট ৮১জনের মধ্যে তাঁকেও অন্তর্ভুক্ত করা হয়েছে সিনিয়র পুলিশ