Budget 2021: 'কৃষি-সেস বসলেও দাম বাড়বে না পেট্রোল-ডিজেলের', আশ্বাস অর্থমন্ত্রীর
কৃষি পরিকাঠামও উন্নয়নে লিটার প্রতি পেট্রোলে আড়াই এবং ডিজেলে চার টাকা সেস বসিয়েছে কেন্দ্র। বাজেটে এই ঘোষণা করা হয়েছে। প্রভাব পড়বে না দামে, আশ্বাস নির্মলার। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) বলেন, ‘কাস্টম শুল্কের একটা পুনর্বিন্যাস করা হয়েছে শুধু। এতে গ্রাহকদের বেশি দামে জ্বালনি কিনতে হবে না।’