Budget Speech LIVE: 'আত্মনির্ভরতার লক্ষ্যে তৈরি এই বাজেট, কৃষকদের আয় দ্বিগুণ করতে সরকার দায়বদ্ধ', দাবি নির্মলার
সোমবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) বলেন, ‘করোনাকালে গরিব যোজনা প্রকল্প এনেছিলেন প্রধানমন্ত্রী। সরকার যে আত্মনির্ভর প্রকল্প দিয়েছে তা জিডিপি-র ১৩ %। কৃষকদের আয় দ্বিগুণ করতে আমরা দায়বদ্ধ। কমবয়সীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে। বাজেট এমন হবে যাতে ঘুরে দাঁড়ানো সহজ হয়। আমরা আত্মনির্ভরতার লক্ষে বাজেট তৈরি