Vamika Meaning: জানেন বিরাট-অনুষ্কার মেয়ের নামের অর্থ কী? কেনই বা এই নামকরণ?
<strong>মুম্বই:</strong> অবশেষে প্রকাশ্যে এল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার কন্যাসন্তানের ছবি। আর মেয়ের ছবি শেয়ার করে অনুষ্কা জানালেন সদ্যোজাতর নামও রেখে ফেলেছেন তাঁরা। কী সেই নাম? ভামিকা। কেন বিরাট ও অনুষ্কা এমন নাম রাখলেন মেয়ের? কী রয়েছে এর নেপথ্যে?
অনেকে বলছেন, বিরাট ও অনুষ্কা, দুজনের নামের সঙ্গে সাদৃশ্য রেখে ভামিকা নামকরণ হয়েছে।