সিঙ্ঘুতে কৃষক অবস্থান ঘিরে ব্যারিকেড, “রাস্তায় পেরেক, যুদ্ধ ঘোষণা করলেন?” মোদিকে প্রিয়ঙ্কা, “সেতু তৈরি করুন। দেওয়াল নয়!” ট্যুইট রাহুলের
<p style=”font-weight: 400;”>নয়াদিল্লি: দিল্লির সীমানায় সিঙ্ঘুতে কৃষকদের অবস্থানস্থল ঘিরে ব্যারিকেড তৈরি করেছে দিল্লি পুলিশ। রাস্তায় পোঁতা হয়েছে বড় বড় পেরেক। এই সাজো সাজো রব দেখে ট্যুইটে প্রধানমন্ত্রীর দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী। কেন্দ্রের এই তৎপরতা দেখে কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেস নেতা রাহুল গাঁধীও।</p>
<p style=”font-weight: 400;”>প্রিয়ঙ্কা গাঁধী