Javed Akhtar Defamation Case: জাভেদ আখতারের মানহানি মামলায় কোর্টের তলব, 'একপাল শেয়ালের মধ্যে এক সিংহী!' ট্যুইটে কটাক্ষ কঙ্গনার
মুম্বই: কঙ্গনা রানাউত বরাবরই ঠোঁটকাটা বলে পরিচিত। নানা ইস্যুতে প্রতিষ্ঠিত তারকাদের সঙ্গে ট্যুইট যুদ্ধে জড়ান তিনি। সম্প্রতি তিনি শিরোনামে এসেছেন নামী বলিউড গীতিকার জাভেদ আখতারের সঙ্গে বিবাদকে কেন্দ্র করে। বেশ কয়েকটি নিউজ চ্যানেলে তাঁর সম্পর্কে আপত্তিকর, অবমাননাকর মন্তব্যের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন জাভেদ। তিনি দাবি করেন,