বিয়ের পর প্রথম রোজ ডে! এবারও গোলাপ আনবে নীল? অপেক্ষায় তৃণা
<strong>কলকাতা:</strong> শুরু ভ্যালেন্টাইনস উইক, অর্থাৎ ভালোবাসার সপ্তাহ। আর সদ্য বিয়ের পরেই যদি শুরু হয় ভালোবাসার সপ্তাহ তাহলে তো আর কথাই নেই। ঠিক যেমনটা হয়েছে নীল ভট্টাচার্য আর তৃণা সাহার ক্ষেত্রে। গতকালই বউভাতের অনুষ্ঠান ছিল ‘তৃনীল’-এর। প্রেমের সপ্তাহে কী কী পরিকল্পনা রয়েছে ছোটপর্দার ‘হিট’ জুটির? এবিপি আনন্দকে জানালেন নববধূ।
[insta]https://www.instagram.com/p/CK_VP_oLlro/[/insta]
মোবাইল একবার