Glacier collapse in Joshimath: 'ধৌলি গঙ্গার অবরুদ্ধ জল বেরিয়ে আসার কারণেই এই ভয়াবহ ঘটনা' মত পর্বতারোহী বসন্ত সিংহ রায়ের
উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্যোগ প্রসঙ্গে এভারেস্ট জয়ী পর্বতারোহী বসন্ত সিংহ রায় বলেন, “এটা তুষারধস নয়। ছবি দেখে এটাকে ল্যান্ড স্লাইড মনে হচ্ছে। একটা বিশাল ধস নেমে ধৌলি গঙ্গাকে অবরুদ্ধ করে দিয়েছিল। ধসের পিছনে বিপুল পরিমাণ জল জমে একবারে বেরিয়ে আসার কারণেই এই ভয়াবহ ঘটনা ঘটেছে। নদী খাদের ধারে যত বাড়ি