Dia Mirza Vaibhav Rekhi Wedding: দিয়া মির্জার বিয়ে
মুম্বই: ২০০২ সালে ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ দেখে তাঁকে হৃদয় সঁপেছিলেন অনেকেই। এবার অনুরাগীদের হৃদয় ভাঙতে চলেছেন অভিনেত্রী দিয়া মির্জা। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দিয়া। এটি তাঁর দ্বিতীয় বিয়ে। তবে বিয়ের সব আচার-অনুষ্ঠান হবে ভালভাবেই। সব কিছুই হচ্ছে মুম্বইতেই। তাঁর হবু বরের নাম বৈভব রেখি। ১৫ ফেব্রুয়ারি তাঁর বিয়ে, খবর ঘনিষ্ঠ সূত্রে।