India vs England: আমদাবাদে পিঙ্ক বল টেস্টে মাঠে থাকতে পারেন সৌরভ, মোদি, অমিত শাহ
আমদাবাদে ভারত-ইংল্যান্ড পিঙ্ক বল টেস্টে মাঠে উপস্থিত থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। সূত্রের খবর, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমদাবাদে থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সেক্ষেত্রে অসুস্থতার পর এই প্রথমবার কোনও অনুষ্ঠানে দেখা যাবে বিসিসিআই সভাপতিকে। বুধবার মোতেরায় শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ।