Kareena Kapoor Discharge: হাসপাতাল ছাড়া পেলেন, তৈমুর ও স্বামীর সঙ্গে সদ্যোজাত সন্তানকে নিয়ে বাড়ি পৌঁছলেন করিনা
করিনাকে তাঁর দ্বিতীয় সন্তানের সঙ্গে দেখা যাবে, এমন ছবির অপেক্ষায় মুখিয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। করিনা এর আগে কখনও তৈমুরকে ক্যামেরা থেকে আড়ালের চেষ্টা করেননি। এ জন্য আশা করা হচ্ছে, খুব শীঘ্রই তাঁর দ্বিতীয় সন্তানের ছবিও সামনে আসবে।