তাপসী পান্নু, অনুরাগ কশ্যপ ও বিকাশ বহলের বাড়িতে হানা আয়কর দপ্তরের
নয়াদিল্লি: তাপসী পান্নু, অনুরাগ কশ্যপ ও বিকাশ বহলের বাড়িতে রেড করল আয়কর দপ্তর। অনুরাগ কশ্যপের প্রযোজনায় তৈরি ফ্যান্টম ফিল্মস প্রযোজনা সংস্থার জন্য এই রেড করা হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, মুম্বইয়ের আরও ২০ জন সেলেবের বাড়িতে রেড হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়কর ফাঁকি দেওয়ার জন্যই এইসব জায়গায় হানা দিয়েছে আয়কর দপ্তর।