Income Tax Raid: তাপসী পান্নু, অনুরাগ কাশ্যপের বাড়িতে আয়কর হানা
বলিউডে ফের আয়কর (Income tax) হানা। তাপসী পান্নু (Tapsi Pannu), অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap) সহ বেশ কয়েকজনের বাড়িতে আয়কর হানা। তল্লাশি (Raid) প্রযোজক মধু মন্টেনা (Madhu Montana) ও বিকাশ বেহেলের (Vikas Behl) বাড়িতে। মুম্বই ও পুণে মিলিয়ে মোট ২২টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন আয়কর (ED) আধিকারিকরা।