Jasprit Bumrah Marriage Pics:বিয়ে করছেন বুমরাহ? অতীতে যাঁদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা ছড়িয়েছিল
২০২০-তে বুমরাহর সঙ্গে সম্পর্কের জল্পনা খারিজ করে দিয়েছিলেন তিনি। অনুপমা বলেছিলেন, তিনি কে, সেটাই তো আমি জানি না। আমি শুধু তাঁকে ক্রিকেটার হিসেবে জানি, ব্যস এটুকুই। এর থেকে আর বেশি কিছু নয়। এভাবে কোনও সঠিক তথ্য ছাড়াই এক মহিলা নাম জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় যে জল্পনা ঘোরাফেরা করছে, তা খুবই দুঃখজনক। (Photo: Instagram/@anupamaparameswaran96)