Celebrities Bridal Look: লাল নয়, অন্য রঙের বিয়ের লেহেঙ্গায় তাক লাগিয়েছিলেন যে সব নায়িকারা
বিয়ে মানেই কি কনের পোশাকে লাল রঙের ছড়াছড়ি? বলিউডে চিরাচরিত এই ধারনা ভেঙেছেন বেশ কয়েকজন নায়িকা। লাল নয়, বিয়ের পোশাকের জন্য অন্য রঙকে বেছে নিয়েছেন বেশ কিছু নায়িকা। আর সেই অফবিট পোশাকেই তাক লাগিয়েছেন তাঁরা। এক ঝলকে দেখে নিন তাঁরা কে কে? এই তালিকার প্রথমেই রয়েছে অনুষ্কা শর্মার নাম। বিয়ের জন্য সব্যসাচীর তৈরি হালকা গোলাপি লেহেঙ্গা বেছেছিলেন অনুষ্কা। গোটা লেহেঙ্গায় ছিল সূক্ষ কাজ। লেক কোমোর সেই স্বপ্নের বিয়েতে নজর কেড়েছিল অনুষ্কার সাজ।